শহরের রাত আরো গভীর হয়,
হ্রাস পায় যানজট, কিঞ্চিত ব্যস্ততা।
একের পর এক নিভতে থাকে হ্যালোজেন বাতি।
বিদ্যুৎ মিটারের ঘূর্ণায়মান চাকার গতি হ্রাস পায়।
হ্রাস পায় পণ্য মূল্য, নিষিদ্ধ শ্রমের দাম।
একদল মানুষ অপেক্ষায় থাকে ঘরে ও বাইরে।
রাতের অপ্সরা নামে নির্জন লোকালয়ে,
ল্যামপোস্ট গুলি নিশ্চুপ সাক্ষী।
প্রতিরাতে সস্তায় খোলা হয় পিরানের ভাঁজ।
মোড়ে মোড়ে হলুদ, লাল, সবুজ বাতিরা তবু জেগে থাকে।
ঘরে ফেরা মানুষ গুলির গতি বেড়ে যায়।
অলিতে গলিতে আরো বাড়ে কুকুরের কুকুরত্ব,
সোডিয়াম বাতির আলো পৌঁছায় না যে গলিতে,
সে গলিতে হিমুরাই শুধু হেটে যায় নির্ভয়ে খালি পা'য়।
০২/১২/২০১৬
শাহবাগ