আপনি কখন আসেন; কখন যান
বুঝতেই পারি না।
আমার ডাকবাক্সে আপনাৰ ক্ষুদে বার্তারা আসে,
আমি সময় দেখি,
টের পাই আপনি এসেছিলেন।
কয়েকবার বার্তাগুলো পড়ি;
আপনি প্রায় সময়ই জানতে চান,
-আমি কেমন আছি।
"ভালো আছি, নবমল্লিকা" উত্তর দেই আমি।
তারপর গোপনে,
বৃদ্ধাঙ্গুলের ছাপ রেখে আসি আপনাৰ দেয়ালে,
কখনো কখনো রেখে আসি ভালোবাসা।
আপনি কি আমার উপস্থিতি টের পান, নবমল্লিকা?
২৩/০৪/২০১৭
মগবাজার, রমনা।