ঘুমিয়ে আছে মেয়াদোত্তীর্ণ বোধ-
বুকের ভেতর নিশ্চিন্তে চিত
দ্বিধাগ্রস্ত চেতনা হাই তোলে আজকাল
রান্না ঘরে বৈয়াম ভর্তি সম্বিত।
সুরমাদানিতে তরল ফর্মালিন
জিইয়ে রেখেছি পুতুল দু’চোখ
ঘন ঘন দম টানছে হাতরুমাল।
মাছের মতো, যেন গেঁথে গেছি-
গণমাধ্যমের অবিচ্ছেদ্য এ জাল।
যত্নে লালিত নখ নিষেধ মানে না খোদ-
অন্ধকারে খামছে ধরে বুক-পিঠ
রাবারে এতো ঘষি – দাগ মোছে না
হয়ে যায় আরও কালশিট।
।।
মহাখালী, ঢাকা
০৯/০১/২০২০