তরুণ তোরা দেখিয়ে দিলি; ভেঙ্গে দিলি দস্যু দুর্গ!
এ দেশকে এবার গড়ে তোল; মর্ত্যে'র বুকে স্বর্গ!!
স্বৈরাচারীর দোসর যারা; কেউ পাবেনা ছাড়া,
এ দেশ থেকে ঝাড়ু দিয়ে, সব দালাল তাড়া।
জাতি-ধর্ম নির্বিশেষে কোন সমস্যা নাই,
এ দেশে যে জন্ম নিছে সবাই আমার ভাই।
তরুণ তেঁজে সেঁজে বলীয়ান; ঐক্য হাতে -হাত!
সম্মুখ পানে এগিয়ে যাবে; হবে দস্যু কুপোকাত!!
দুর্যোগ-দুর্ভিক্ষ, বন্যা-খরা; পে... দুঃখ-সুখ,
যুদ্ধ এলেও পাতিয়ে দিব; সম' সাহস ভরা বুক!
যত পথ মত সোনার বাংলায়; সব রবে নিজ গরিমায় বহমান।
কাউকে যেন ভাবা না হয় হীন, চলে যা ভারত-পাকিস্তান।।