হাবলা জয়ে'র কাতলা মা, দেশের জননী!
দিল্লির সাথে ঘরকরে, মোদীর ঘরনী!!
সাম্প্রদায়িক মোদী তার নিকট আপন জন!
মুসলিম মারে যারা, তারা তার প্রিয় স্বজন!!
সেও নাকি নামাজ পড়ে, করে তেলাওয়াত!
ইসলাম নাম নিলেই করে সে মুসলিম কুপোকাত!!
হাবলা জয়ে'র মুখে বাংলা, শুনলে হাসি পায়!
সেও নাকি দেশের নেতা-প্রধান হতে চায়!!
ইজরাইলে শশুর বাড়ী, বাপের বাড়ি রংপুর।
তেল আবিব গিয়ে বাড়ি কর, হাবলা হারাম খোর।।
ক্ষমতা ছাড়া বুঝেনা কিছুই, হাসিনা হারামজাদি!
দেশ বিকিয়ে হতে চায় দিল্লি-মোদী'র বান্দি!!
মাফিয়ারা সব চারিদিকে, মন্ত্রী-নেতা চোর!
কাটবে আঁধার? ফিরবে শান্তি??
আসিবে কি আলো-ভোর???
গর্ব তোমার খর্ব হবে, হবে বিচার একদিন। ফিরবে আবার, আসবে ফিরে, বাংলা মায়ের সুদিন।।
(বি:দ্র: ২০২২ সালের মাঝামাঝি কোন এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি'র কাছাকাছি একটা ফেস্টুনে চোখ পড়ার পর তাৎক্ষণিক কবিতাটি রচিত হয়)