"কি জানি কিসের লাগি,প্রাণ করে হায়-হায়",
তাই শীত সকালে রোদকে বলি,তাড়াতাড়ি আয়-আয়।
খেজুর রসের চিতই পিঠায়,উদর পূর্তি করি,
চাদর গায়ে,শীত তবুও প্রাণটা নিচ্ছে হরি!
হিমালয়ের পায়ের কাছে আমার বসত ঘর,
তুষার হিমেল বাতাস লেগে,তাইতো আসে জ্বর!
সাপ্তা শেষে গোসল করি,গরম পানি দিয়ে,
পাগলা বলে সখ হয়েছে, করবে আবার বিয়ে!
কি জানি কিসের লাগি, মন করে হায়-হায়,
শীতে কাবু,রোদকে বলি তাড়াতাড়ি আয়-আয়।।