জীবন যতটা না কষ্টকর, তার থেকেও বেশি হাস্যকর!
প্রতিটা মুহূর্ত প্রহসন যন্ত্রণার বিভীষিকাময় ঝড়!!
অন্তরে যাদের লালন করি, মনে প্রাণে বাসি ভালো।
তারাই আমার ঘর পুড়ে দেয়! এমনটাই কেন হলো?
চোখে ভাসাইয়া লোভ!
সবাই মানবতা শিখায় খুব!!
কে আপন? কে পর?
আসলে সবাই স্বার্থপর!
সামনে সালাম/বুকে টেনে নেয়, পিছনে মারে ছুরি!
এ সমাজে কি সব পশুর বাস? কত যে ছলচাতুরি!!