রাজপথে শত লাশ, চারিদিকে হাহাকার!
ন্যায় চেয়েছি শুধুই, এসব কি দরকার?

মানবতা আজ বন্দী, অত্যাচারি সরকার!
অধিকার চেয়েছি শুধু, তাই হয়ে গেলাম রাজাকার!!

আমি রাজাকারের বাচ্চা না, সাচ্চা স্বাধীন চেতা!
লুটপাট দেখে গর্জে উঠি, বুকে পাই বড় ব্যাথা।।

মজিব কোটের পকেটে ভরে যারা, হাজার কোটি করে পাচার!
তাদেরে পিটায়ে শুরু করি যুদ্ধ, অভিযান শুদ্ধাচার।।

চলো গনযুদ্ধে শুদ্ধ করি, দেশ মাতৃভূমি!
চোর শালারা হার্মাদ সম, রাজাকার আমি-তুমি!!