চোর-চোট্টা'তে দেশ খাইলো, সরকার খাইলো লীগ!
রাজপথে জনরোষ, এটাইতো স্বাভাবিক!!

জনতা আজ কুকুর-বিড়াল? তোমরা সমাজ পতি!
যুবা'রা ছাড়া কে জ্বালাবে আঁধারে আলোর বাতি?

কতশত কথা মনে উঠে, কত বছর ধরে দেখছি!
তাই, জানোয়ার তোরা স্বপ্নে আমিও তোদের কাবাব সেঁকছি।।

বৃটিশ-পাক'ও ঢের ভাল ছিল, নিজেকে আয়নায় দেক।
তোদের কে ধরে আজ পিটাতো, যদি থাকতো ভাসানী-শেখ।।

তোরা বলিস দেশদরদী! করিস আইনি শাসন!
তাহলে কেন সমাজ জুড়ে আজ, এত অন্যায় প্রহসন!!