৩৫.ঐ বিষ বৃক্ষ উপড়াবো
*************************
আমি অন্ধের চশমা,
খোঁড়ার হাতের লাঠি,
বেকারের কাজ,
হবো গরিবের ঘটি-বাটি।

অসহায়ের হবো সহায়,
সৎ লোকের সাথি,
সাহসীর সাথে কাঁদমিলিয়ে, জ্বালাবো আলোর বাতি।।

বুদ্ধিজীবীর মাথা হবো, দলবো চামচামি,
বাবার নামে-স্বামীর নামে যত ভন্ডামি,
রুখবে যত মাস্তানি।

এদেশটা তোমার আমার সবাই অংশীদার,
চাই সমান অধিকার,
ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তি ও মানবতার।
হবে সাম্য ও সমতার,
হবে সাম্য ও সমতার,
হবে সাম্য ও সমতা…র।।

লুটে পুটে কেউ খাবে আর, কেউ কেন চেয়ে রবো?
চলো সবাই শপথ নিই, বিষবৃক্ষ উপড়াবো।।
ঐ বিষ বৃক্ষ উপড়াবো,
ঐ বিষ বৃক্ষ উপড়াবো,
ঐ বিষ বৃক্ষ উপড়াবো।।