স্বপ্নের মেঘ এসে রোদ টা ঢেকে দেয়, তাই আজো শক্ত মনটা।
শপথের শক্তি মাঝে মাঝে নিভু নিভু, হঠাৎ যে ধরপড় প্রাণটা।।
হাহাকার করে উঠে, ঐ যে বোমা ফোঁটে,
গাজা আর ক্রিমিয়া-
ইরাক-সিরিয়া-
ইয়েমেন-সোমালিয়া-
বর্মা-লিবিয়া;
দেশে দেশে কত যে সংঘাত!
জীবনের সংগ্ৰামে, দু'মুঠো ডালভাত, পায় না যে কতজন প্রতিরাত!!
দেয় খাইখাই নেতারা ক্ষমতা পাহারা,
ছলে বলে কৌশলে তাহারা!
আদর্শ পালালো ডরে!!
শান্তির সংগ্ৰামী কী করে বসে থাকি ঘরে?।
নব চেতণ্যে জাগো নব তারুণ্য;
সমাজ-বিশ্বকে করো ধন্য।
চলো ভাসাই সাম্যের তরী;
চলো জঘন্য এ সমাজ ভেঙ্গে নতুন করে গড়ি।।