ছয় পা, পাঁচ চোখ, চার পাখা ভর,
দুই পেট নিয়ে গড়ে, বাহারি ঘর!
প্রজা বা কর্মী হাজার-হাজার,
রাজা নেই, রানী শাসক, মজার ব্যপার!
মৌমাছি গুঞ্জরে ফুলোবনে ছুটে,
মধু এনে জমা করে, শ্রম খেটেখুটে!
লুটে নেয় আমরা, মানুষের দল,
অলস বসে খাই আমরা সকল!
ভাবি যদি আমরা একটু করে,
কর্মঠ হবো তবে জীবন ধরে।
শৃঙ্খল হবো সবে মৌমাছি দেখে,
এসো এসো শিখি তবে, চোখ মেলে জেগে।