অন্ত' দহনে জ্বলে, ফুরিয়ে কালির থলে;
কত কাগজ-কলম কত এম.বি খরচ, মন পুড়ে ছারখার!
কত পেইজে কত পোষ্ট দিয়েছি, পাইনি তো প্রতিকার!!
বুঝেছে কি সমাজ পিতা, জেগেছে কি আপামর জন?
হুজুগে মাতাল, বৃদ্ধ আবাল; কই বিপ্লবের আবাহন?
জেগে ঘুমায় বাংলাদেশী, পড়শি করে চুরি!
হিংসা আর পরনিন্দা নিয়ে, আপন কে মারে ছুরি!!
মীর জাফরের বঙ্গ ভূমে, কত জগৎ শেঠের বাস!
কে হিন্দু কে মুসলিম, তাই নিয়ে উপহাস!!
প্রতিদিন কত নতুন নতুন ''পথের পাঁচালী'' গল্প!
সমাজ জুড়ে কত স্বপ্ন ভঙ্গ, দেখি আশার আলো অল্প!!
কাকে তুমি সাধু বলবে? সব ঘাটেতেই 'চেলা'!
আসিফ নজরুল-রা নিভৃতেই করে, দেশ নিয়ে ছলাকলা!!
রায়দুর্লভ-উর্মি চাঁদের বংশধর-রা ঘোরছে!
চিন্ময় নামে প্রেতাত্মারা বাংলাদেশ উড়ছে!!
দেশপ্রেমিক ''সিরাজেরা" অতি কোমল-কাঁচা;
সবাই কে ভাই মিনতি করি, দেশটাকে আগে বাঁচা।।