কালবৈশাখী শ্রাবন মাসে রাজপথ গেছে ভাসি!
আমার মায়ের শতছেলের প্রাণ, কেঁড়ে নিল সর্বনাশী!!
রক্ত মাখা হাসি'র হাতে, কালি দেবীর ভর!
যে যেখানে প্রতিবাদি হয়, তাকেই বিনাশ কর!!
রাষ্টযন্ত্রে সর্বব্যাপী অন্যায় লুট পাট!
বিচারপতি সেনাপতি দুষ্টে ভরা ঘাট!!
তাজা প্রান তাই তেজিয়া উঠিয়া, খোভে উঠেছিল গর্জি!
বুলেটেই তার হিসাব চুকালো, একি শাসকের মর্জি?
ক্ষমতা ওরা চায়নি, শুধু চেয়েছিল শুদ্ধাচার,
অত্যাচারীর বাক-কৃপাণে হতে হলো "রাজাকার"!
বাহান্ন আর একাত্তরের রক্ত যায়নি বৃথা!
জুলাই চব্বিশও সফল হবে,হবে লেখা আরও কবিতা।।