টুক করে যাবি ঢুকে, বুক করে রথ!
কত শহীদের মা-বাবারা, চেয়ে রয়েছে তোর পথ!!
হিংস্র কুকুর বন্য পশু ডাইনি বুড়ী তুই!
লেজ গুটিয়ে উড়াল দিলি ছেড়ে বাংলা ভূঁই!!
বিবেক হারা হারামজাদি, খেললি কত খেলা!
কোথায় আজ তোর ঐ সব জয় ধ্বনি দেওয়া চেলা?
তোর বাবার তালুকদারিতে তুই ছিলি জমিদার!
জনতার স্রোতে ভেসে গেল সব, অন্যায় অহংকার!!
জনতা যে "জনার্দন", সবাই দেশের মালিক।
"জয়বাংলা" করে দিব, জেগে আছি পাবলিক।।
কে হিন্দু? কে মুসলিম? সবাই বাংলাদেশী।
খুনি হাসিনার বিচার চাই, দেখতে চাই ফাঁসি।।