চিত্ত অন্ধ দ্বন্দ্ব ভরা কলুষিত মন!
সাজে জননেতা যেন জনতার মহাজন!!

আদর্শের নামে স্বার্থসিদ্ধি, উর্দি/কোট গায়!
টিআর কাবিখা খাম্বা-লম্বা ব্যাংকও লুটে খায়!!

নেতা বলে শুধুই হবে-হচ্ছে, ধরে নাকের উপর মুলো!
আমলা-কামলা গদি সামলা, জনতার চোখে দিয়ে ধুলো!!

তোদের মত হিংস্র-স্বার্থপর, চাই না এমন ভাঁড়।
নেতারে তুই না পারলে, স্বেচ্ছায় গদি ছাড়।।

পাঠান, মোগল, বৃটিশ গেল, পাক’ও নেই আজ!
তুই শালা নেতা হারামী’র মাথা; নিয়েছিস বেনিয়া সাজ!!

বেঁচে থাকার তাগিদে/ভয়ে, জনতা তাদের গলে দেয় ফুল মালা!
এক একটা হিংস্র দস্যু! এবার তোদের পালা।।

সত্যিকারের দেশ প্রেমিক, সেজে আছে বোবা!
তাই ময়ূর বেশ কাকে পড়ে, নাচছে মনলোভা!!

আমি শ্রষ্ঠার বাঁশি, জনতার সুরে; বাজিয়ে খেলবো রণ!
তোরা ধিক্, তোরা কবে হবি; জনতার আপনজন?

(সমাজ-রাষ্ট্র কাব্য গ্রন্থের অংশ)