স্রোতে অবগাহন চলছে! আরও চলবে!!
কোনটা দরকার? কোনটা ভালো? কে যে এখন বলবে??
দেশ সাজাবো শান্তি সুখের; দুঃখের করবোই শেষ।
সবাই মিলে গড়বো মোরা, নতুন বাংলাদেশ।।
ভেবেছিলাম কল্পনাতে, তাই গান-কবিতায় লেখা!
কাগজ কলম খরচ করে, কত আলপনাতে আঁকা!!
কত গ্রুপে কত পোষ্ট দিয়েছি, পাঠিয়েছি ই-মেইল!
সমন্বয়কেরা বলে ক্ষেপে, আমার নাকি নেই বেইল!!
শেখ হাসিনার পা চেটেছে, কত কলম বাজ!
তারাই এখন নতুন সুরে, ধরেছে পুরানা সাজ!!
মূর্খরা-ই দেশ চালাতে কলকাঠি সব নাড়ছে!
"জনসেবা ইউনিভার্সিটি", আবুল মনসুর হাসছে!!
"ইয়াকুব আলী"রা মন্ত্রী হয়, জনসেবা জানে না!
নাচতে নেমে উঠান বাঁকা! "সামনে কি আর আগস্ট আসবে না?"