মঈনুল, সে মধুময় পাহাড়ি ফুল!
সাগর পাহাড়ের মিতালীতে গড়া, চট্টল তার বাড়ি।
মধু জাদুকর?
মধু যাদুঘর! সে গড়ি লো মধুর হাঁড়ি!!

মৌমাছি যার স্বপ্ন সাধন, মৌ চাষি তার সাথী।
ফুল পরাগের বাহারে জ্বালে, আঁধারে প্রদীপ বাতি!

হাজারো বাধা ভেঙ্গে গুড়িয়ে, চলছে অবিরত!
মৌ চাষিদের ভাগ্য বদল, মৌমাছি তার ব্রত!!

সামনে এগোও, শুন হে মহান, সাথে থাকবো মোরা।
এ চলার পথ, মিলবে সেথায়, যেথা শ্রষ্ঠায় দেবে সাফল্য ফুলের তোরা।।