স্বপ্নবাজ! আমি স্বপ্নেই তুলেছি ঝড়!
বাস্তবের সাথে স্বপ্ন সেতুর নির্মাতা-কারিগর!!

স্বপ্নিল পৃথিবীতে স্বপ্ন লালন, স্বপ্নের চাষ করি!
চারিদিকের সব স্বর্গীয় হাওয়ায় আলিঙ্গনে বুক ভরি!!

কভু-কভু আমি একাকী বসে, হেঁসে-কেঁদে করি ভাবনা!
বেদনা-ব্যথার অবসান কবে, মুছিবে অশুভ-যাতনা!!

আজও আমি সবার ব্যথা বুকে নিয়ে পথ চলি!
যমিতে যমিতে ক্ষোভের আগুন, মনেই দিতে হয় বলি!!

মানুষের সুখে দু'চোখ ভরে মোর, সুরের পাখি উঠে গেয়ে!
সুন্দরের তরে জীবন ধরে প্রাণ যুদ্ধ করছে ধেয়ে!!

স্বপ্নবাজ, স্বপ্নবাজ আমি, স্বপ্নের মহানায়ক!
মনে চলিছে মহাপ্রলয়, তবু সাম্য শান্তির গায়ক!!

কত কত স্বপ্ন বুকে ধরা, ভরা দু'চোখ জুড়ে!
না না স্বপ্ন নয়, সবই নির্জলা বাস্তব, স্বার্থ ত্যাগীলে পরে!!

আমার দেশের জল-পাহাড় আর ভূমি-ফসল-ফল!
মানুষ গুলোও শ্রম দেয় কঁষে, উজাড় করে বল!!

হাজারে একটা শকুন আছে, কুকুর মনের প্রাণী!
হায়না গুলো শুধুই বীজ খেয়ে নেয়, চলো পাছায় আঘাত হানি!!

স্বপ্নবাজ, স্বপ্নবাজ আমি, বাঁজপাখির মত স্থির!
লক্ষ্যের তরে ক্ষিপ্র আমি, চিতার মতো বীর!!

আমার দেশের সোনার মানুষ, হীরার চেয়ে ও খাঁটি!
সন্ত্রাস-দুর্নীতির কবর দিয়ে, চলো পবিত্র করি এ মাটি!!

দিকের দিশা পেলে তারা, অসাধ্য করে সাধন!
চলো, লাখো শহিদের পূর্ন্যভূমিতে গড়ি সাম্য-সমতার বাঁধন!!