'দশ সালের কোন একদিন,
ঘটনাক্রমে ড. ইউনুসের সম্মুখিন!
এয়ার পোর্ট লাউঞ্জে বসা হাসিমুখ সিমাহীন;

সাদাসিধা খাদি, পোশাকের ধরণ!
যেন দেবদূত নিষ্পাপ, ছোটখাটো গড়ন!
হঠাৎ আমার হলো জাগরণ-স্মরণ;

আরে! এতো আমাদের ইউনুস;
সালাম স্যার, আমার ফিরে এলো হুঁশ!
শ্রদ্ধায় মাথানত বেড়ে গেল সাহস!!

তিনি বসা, আমি দাঁড়িয়ে;
আমি সংকোচ ছাড়িয়ে, ডানহাত বাড়িয়ে;
তিনি আসন ছেড়ে নিষ্পাপ নেত্রে দাঁড়িয়ে; তুলতুলে দু'হাত ডানহাতে মিলিয়ে;
কোথায় যাচ্ছো? সুধালো হাসি বিলিয়ে!!

যেন কত আপন! কত দিনের চেনা;
অথচ জানা নেই আমার নাম ঠিকানা,
কি কাজ করি বা কত পাই মাহিনা;
আগেই সুধালো পরিবার মা-বাবা ভালো আছে কিনা!!

এ কথা সে কথা জানলাম আলাপেই;
ভ্রমন এবার ব্রাসেলস-বেলজিয়ামেই;
এত বিনয়ী মহামানুষ! কয়জন হতে পারে?
আজ মোরা গর্বিত তিনি আমাদের সরকারে।

( রচনা কাল: ২৫ সেপ্টেম্বর ২০২৪ রাতে )