ধর্মান্ধ - ধর্মপ্রাণ, বলো কে শয়তান-কে মহান?
ধর্মান্ধ---
সে বুঝে না কোন কিছুই, শুধু অনুকরণ করে মরে!
অন্ধের হাতে অস্ত্র দিয়ে দেখো, সে কি করতে পারে!!
ধর্মপ্রাণ---
ধর্মে যা আছে, যা চির কল্যাণ কর,
মনে প্রাণে তা আঁকড়িয়ে ধরে, সারা জীবন ভর।
ধর্মপ্রাণকে স্যালুট জানাই, ধর্মান্ধ কে লাথি।
এ জীবনে যত পথ কল্যাণ কর, তারেই ভাবি বাতি।।
কেউ খুঁজে শুধু লেবাস-দাড়ি, হাঁড়ির খবর কি খোঁজ?
ধর্ম কি শুধু সালাম-আদাব, তছবি-মালা'ই বোঝ?
ধর্ম কি শুধুই মসজিদ-মন্দির, নামাজ-পূজায় সারা?
পুর্বপুরুষ করে এসেছে, আমিও তাই পালি ধারা!
লোভী তোমরা ওয়াজ-আওয়াজ মিলাদ-ওরশের ভিড়!
মোদি'র মত সন্যাসী হয়ে সাজাও মাজার-পীর!!
"লা রোহবানিয়াত ফিল ইসলাম", জান কি তুমি মুসলমান?
ধর্মান্ধ থাকছো তোমরা, সামনে ফেলে আল- কোরআন!
বিবেকানন্দের দেখানো পথে চলছো কয়জন হিন্দু?
সাম্য কোথায় মুসলিম মেরে ভরছো কেন সিন্ধু??
গো-মাতা তোমার পূজনীয়া জানি, ষাঁড়'ও কি বলো মাতা?
আর কতকাল ধর্মান্ধ থাকবে, খোঁজ এবার ধর্মপ্রাণের ছাতা।
মুসলমান তুমি গণিমত খোঁজ হিন্দু বাড়ির ভিটায়!
ছলে বলে কৌশলে তারে দেশ ছাড়া করো পিটাই!!
ধর্মান্ধ তুমি শিখনী কিছুই, শুধু লোভী বেহেস্ত পেতে!
কোনটা ধর্ম, কোনটা অধর্ম, না বুঝেই উঠ তেতে!!
নবিজীর চেষ্টা ছিলো সারা জীবন ভরে, সমাজ-রাষ্ট্রে আনতে শান্তি!
তুমি আছো শুধুই নামাজ নিয়ে, তোমার রয়েছে কত ভ্রান্তি!!
পীর বাবারে গরু বিলাও!
জঙ্গি হয়ে মানুষ কিলাও!
সুদের টাকা হজ্জে উড়াও!
ঘুষের টাকায় সওয়াব কুড়াও!
প্রতিবেশি'র রাখো কি খবর?
এভাবে সমাজের দিচ্ছ কবর!!
ঈদে কোটি টাকায় গরু,পনের লাখে ছাগল!
ওমরায় যাও বছর-বছর,জাকাত দেয় কোন পাগল!!
তোমার ডজন ডজন বাড়ি, মেয়েকে বানাও নায়িকা পরী!
দুর্নীতিতে গড়েছো তুমি দামি দামি গাড়ী!!
তবু তুমি হাজী! যতই হও পাজী,
ধরবে তুমি বাজি? তোমায় ধর্মান্ধ বলবো আজি।
আসলেই তুমি পাজী।।
ভাবছো---
দুনিয়ার জীবন, ধর্ম জীবন, দুটোই আলাদা পথ!
দুনিয়াতে তুমি যাই করনা কেন, আখেরাতে কে আটকাবে রথ?
মক্কা ছুঁয়ে তাওয়াফ করেছো, সব গুনা ধুয়ে ছাপ!আমিতো এখন মাসুম বান্দা, আমি ধুয়ে মুছে নিষ্পাপ!!
ইনু-মেনন'ও হজ্জ করেছে! নায়িকারাও যায়!
এরাই আসল ধর্মান্ধ, বুঝেনা তারা হায়!!
ভাবে---
এসব ধর্ম-কর্ম বেহেশতে যাওয়ার পরকালের তেঁজি বাহন!
তাই,নিজের মত চালিয়ে যায়, দুনিয়ার সাতকাহন!!
ধর্মান্ধ-----সে অনুকরণ করে, অন্ধ ভাবে ভুলে।
ধর্মপ্রাণ---সে অনুস্বরণ করে,বুঝে-শুনে সচেতন মন খুলে।।