করো পাছা লাল, দেখাও কত মরিচে কত ঝাল..
কেন করছে তারা সমাজ বেহাল?
কে নামিয়েছে তাদের; কে করেছে ভাড়া?
আমাদেরও আছে মা/বোন; নামিয়ে করো তাড়া।।
সিগারেট খাবে? দরজা বন্ধ করে খাও।
পাবলিক প্লেসে কেন উস্কানি দাও?
সীমা লঙ্ঘন;
দূষিত করে সমাজ অঙ্গন!
যদি বলো স্বাধিকার তোমার;
এই আমরা মানবো না আর।
কালে খেয়েছে কলুষতা;
বন্ধ করো নষ্ট প্রথা।
চুলকানি তে নেচে, উস্কানিতে তুমি;
প্রবিত্র মাসে দূষিত করো না এ মাতৃভূমি।।