মোটা সিদ্ধ চালের, ফেনঝড়া সাদা ভাত।
শাক-সবজি, ভর্তা, ডালে বা টমেটোর ঝুলে ভরে পাত।।
মাছ ভাজি বা মাছের ঝুলে, উঠে রব জয়-জয়।
বিরিয়ানি-কাচ্চি এসব খেয়ে কি প্রানের তৃপ্তি হয়?
ছুরি শুটকি-লইট্টা-চ্যাপায়, জিভে জল টলমল।
আনারস-আম-কাঁঠাল কত, মধুর রসের ফল।।
কবু কবু আমি ডাব-লেবুতে, হৃদয় করি শীতল।
ছুঁয়েও দেখিনা কেমিক্যাল ভরা, রঙিন পানির বোতল।।
লতা-পাতার গুণে ভরা, ঔষধী গাছ-ফল।
তাতেই আমি আস্থা রাখি, বাড়াই দেহের বল।।
বাঙালি আমি লুঙ্গি-গামছায়, ভাসানীর বেশে
খুশি।
এ মাটির কৃষক-শ্রমিক-কুলি, সবার সাথে মিশি।।
প্রায় সবাই আমায় ভাবে গাধা, মূর্খ্য-জঙ্গলি-ক্ষেত।
চেহারায়ও সহজ-সরল, "ইনোসেন্ট" বোকা ধেত।।
নিজের লাভ হোক বা নাহোক, অনিয়ম দেখে যাই রেগে।
সুন্দর সমাজ স্বপ্ন দেখি, কল্পনায় ভাবি জেগে।।
ভন্ড পীরে লাত্তি মারি, ধর্মের ভাইরাস তারা।
খাঁনজাহান আর শাহজালালে ভক্তিতে মন ভরা।।
সাদামাটা জীবন আমার, সাদা মন চলন-বলন।
মানুষ আমায় আহাম্মক ভেবেই করে মূল্যায়ন।।