স্বরচিত কবিতা: "আলুটিলা খাগড়াছড়ি"
--কবি তুষার মোহাম্মদ আব্দুল হান্নান।
শহর তো নয় যেন ফুটবল মাঠ, দর্শক বটগাছ!
আলুটিলার আলুথালু পথ বেয়ে উঠে দেখি, কি অপরূপ সাজ!!
শ্রষ্টার যত সুন্দর তুমি ধারণ করিয়া বুকে!
একাকী দাঁড়িয়ে নিরবে সয়ে, রহিয়াছো সুখে!!
তোমার মাথায় ঝাঁকড়া বট, ক্লান্ত পথিকের ছানি!
কত মনীষীর জানি আবেগ ভরা জাগিয়াছে বাণী?
("ক্লান্ত পথিক খনে বসিও আলুটিলা বটমূলে, নয়ন মরিয়া দেখিও আমায় চেংগি নদীর কূলে")
রূপে তুমি অদ্বিতীয়া-অপরূপা, রহস্যের আঁধার!
গায়ে তোমার মোড়ানো রয়েছে সবুজের বনবাদাড়!!
চাদরে তোমার স্বর্গীয় রং, বিমোহিত হয় চোখ!
যত তাকাই ক্ষুধা বাড়ে শুধুই, যেন দেখি তোমার ত্বক!!
হাতির মাজার বাঁয়ে ফেলে, সামনে এগোলেই শহর!
ঐশ্বর্যে তুমি পূর্ন যৌবনা, রূপের কত বহর!!
তোমার সুখের কান্না? ঝর্না হয়ে, মিলেছে চেংগি খালে!
পাহাড়ি-বাঙ্গালীর সংঘাত তোমায় কাঁদাচ্ছে কি হালে?
তুমি তো শান্তি ও উদারতার প্রতীক, এবার সম্প্রীতির শিক্ষা দাও।
বলো মানবে-মানবে সংঘাতে না গিয়ে, মিলে মিশে খাও।।
তাদের বলো তোমার আগেও এসেছিল অনেকেই, আরোও আসবে, চলে যাবে সবাই একে-একে!
সম্প্রীতির সুখ ছড়িয়ে পড়ুক, জীবনের বাঁকে-বাঁকে।।
তাকে বুঝাও, মানব জীবন ক্ষণিকের তরে, করোনা স্বার্থ-সংঘাত।
সম্প্রীতির বাঁধনে বাঁধ সবাইকে, যেন উত্তর প্রজন্ম দেয় তোমায় ধন্যবাদ।।
(রচনা কাল: ২০১০ সালের কোন এক সময়)