আল্লাহ আমার রব, রব-ই আমার সব।
এই রবের জন্যই ফোটছে ফুল, পাখি করছে কলরব!
খনে-খনে মন বাগানে, উঠছে অগ্নি ঢেউ!
একা একাই পুড়ছি আমি, দেখছে না তো কেউ!!
খোদা তুমিই জানো মনের খবর, শান্ত করো মোরে।
দু'হাত তুলে এই মোনাজাত, সকাল সন্ধ্যা ভোরে।।
ঘোরে আমি নিত্য দিনে মগ্ন কতই পাপে!
তুমি মহান মাপ করে দাও, জ্বলছি অনুতাপে!!
শান্তি-পরশ বৃদ্ধি করো আমার দুঃখি ঘরে।
এই জীবন যে ওষ্ঠাগত, তোমার জমিন পড়ে!!