বুড়ো খাটাশ পাগলা কুকুর, পশুর মতই সুর!
যেন এক অন্ধ-হিংস্র-রক্তচোষা বীর বাহাদুর?!!

মানবতা ঐ পোড়ে, মানুষ মরিছে ঘোরে!
এক চোখা দৈত্য অভিশাপ তোরে।

চাই না অবিচার-সংঘাত,
হোক তবে প্রতিবাদ, "হামাস" জিন্দাবাদ।

বিবেক করে বন্দী, সবাই চলে- করে সন্ধি!
সামনে আসছে মহা প্রলয়, হবে মানবতার-ই জয়।।