ইতিহাস আসে ফিরে;
              সে বদলায় ঝটিকা ঝড়ে!
'খলজী এলে লক্ষ্মণ সেন;
                     পালিয়ে বিক্রমপুর!
শেখ হাসিনা দিল্লি গেল;
                    পালিয়ে দিনদুপুর!!

জনতা যে সর্বহারা;
             তাড়া আওয়ামী' বেইমান!
পিপীলিকা হাতি মারতে;
                 ঘোষিয়াছে অভিযান!!

পিপীলিকা'র বহর দেখে;
                      উড়লো হাতি শূন্যে!
হাঁপ ছেড়ে সব বাঁচলো মানুষ;
                    ভরে উঠে সুখ-পুণ্যে!

হাতির সেবক ইঁদুর-ছুঁচ;
                       উড়তে নাহি পারে!
ঢুকলো ওরা গর্ত করে;
                     হিন্দু ভাইদের ঘরে!

হার্মাদ আর বর্গি ধরে;
                       খাঁচায় পুরে রাখ।
এদেশ কি মঘের মুল্লুক;
       'লীগ-মাঝিরা লুটেপুটে খাক?

যত তিতুমীর-ঈশা'-সূর্য'-প্রীতি';
      যত শরীয়তুল্লাহ ঝাঁকে-ঝাঁক!
              সাহস করে নেমেছো যখন;
                        এ বাংলা রাখবে পাক।

              আবু সাঈদের মত দু'হাত দিয়ে;
       করি অন্যায় প্রতিরোধ!
   "শহীদ" রক্তে শপথ করি;
গড়ি দূর্নীতির গতিরোধ!!