ক্লান্তিহীন সাদা-কালো, বনানীর বুক চিরে চলে-
এ নদীর জল।
চোখ ঝলসানো আলো, স্নিগ্ধ করে পটভূমি-
এ যেন মাছরাঙ্গা পাখি।
রক্তের গহীনে পাওয়া, ক্লান্তিগুলো পেয়েছিল-
সোনালী নাম।
দুঃখের সিড়ি বেয়ে- সুখ নামের মেয়েটি,
পাড়ি জমায় জীবনানন্দে।
জীবনানন্দ থেকে ধানসিড়ি, জলের পরতে খুজি-
মাছরাঙ্গা মেয়েটি।
ষোল আনা যদি ভালোবাস- তবে ভালো থেকো-
এ নদীর জল।
সুখ যদি হয় অচিন পাখি, তবে দুঃখ ভাল।
সুখ যদি হয় অর্হনিশি; তবে সুখেই থেকো।