ভ্যালেন্টাইন দিবসের বর্গা চাষী
চাষের লোভে লাঙল নিয়ে
ভোরের কুয়াশা ভেদ করে ছুটবে;
ছুটবে হোটেল, পার্ক, নির্জন আবাস
কিংবা বন্ধুর মেসে [লিটনের ফ্ল্যাটে]।
শুনো বাসন্তী-
বাংলাদেশে বর্গা চাষীদের
কোনো লিখিত লিজ চুক্তি নাই।
সমান সমান ভাগের লোভে
বাদাম আর সবরি কলার চাষ উদ্বোধন করতে
তোমার জমিতে বর্গা চাষীদের নিখরিত আগ্রহ।
কঠোর পরিশ্রম ও যত্নে গড়া ঊর্বর ভূমিতে
সামান্য ভুলে কৃষি ঋণের কলঙ্কিত বোঝা
আজীবন বইতে যেও না, বাসন্তী!
শুনো বাসন্তী-
জমি রেজিস্ট্রার হওয়ার পূর্বে
দলিল কিংবা জমির খতিয়ান
যদি তুলে দাও বর্গা চাষীর হাতে
তবে মনে রেখো,
জমি গেলে তোমারটাই যাবে।
ফলের সামান্য কাঁচা স্বাদের লোভে
সিজনের আগে ফসল গোলায় ভরার চিন্তায়
তোমার জমির উর্বরতা নষ্ট করোনা, বাসন্তী...!