৫২’র একুশে ফেব্রুয়ারি
আত্মপরিচয়ের অবগাহনে শুদ্ধতার স্নান
জাগৃতির স্বকীয়তায় আঁকা আত্মমর্যাদার প্রচ্ছদ।
নত মস্তকে স্মরণ করি জাগ্রত প্রহরে,
শিকল ভাঙ্গার গান শোনানো শহীদদের।
বর্ণমালার সার্বভৌমত্ব
স্বাধীকারের অধিকার প্রশ্নে
তছনছ করে দেয়া মেলায়
মুখ ও মুখোশ উন্মুক্তকরণের নাম একুশ।
রক্তস্নাত ৫২’র শুদ্ধ আবেশ
নগ্ন পায়ে রাজপথে হৃদয়ের শুভ্রতা মেখে
হৃদয় জাগিয়ে তোলার
দৃপ্ত আশ্বাসের নাম একুশ।
খেতাবের গুলিতে আহত হওয়া নয়
নয় শুধু গল্প, কবিতা ও প্রচ্ছদের আলাপন।
শির উঁচু করে বাঁচার অঙ্গীকারের
দৃঢ় শপথের নাম একুশ।