ছুটে ছুটে আসে নীল হাহাকার, বেদনাবিধুর রাতে,
অম্লমধুর ঝুটঝামেলা গিয়েছে প্রেম কুড়াতে,
হলুদ ফ্রেমের চশমাটা ঠিকই ফেটে গেছে সেই কবেই,
শারদীয় সুখ, দুঃখের রাতে ঘুমায় মেঘবিষাদে।
হঠাৎ এলে আবার তুমি, আমার হৃদয়পুরে,
ঝড়ের রাতের শেষের বাতাস থামলো এ বুক জুড়ে।
বাকি রয়ে গেছে দুজনের যত কথা,
মেঘেরাও যেন জেনে বসে আছে আজন্ম সব ব্যথা,
তীব্র আলোয় বিষণ্ণতা হাসে,
প্রার্থনাতে পাব কাছে তোমায়,
মৃন্ময়ী চাঁদ আজও সেই অধরা,
তোমায় আমার হলো না যে ছোঁয়া।
এক রাত ভরা চন্দ্র তারা খসে খসে পড়ে গেছে,
যে পথে চলেছো আমাকে না নিয়ে, সে পথও বেঁকে গেছে।
আর কতবার নির্ঘুম রাত অশ্রুতে ভাসালে,
আর কতকাল লালরঙা চোখে ফাটল ধরালে,
আঁধার সরিয়ে আলো করে তুমি আসবে জীবনদ্বারে?
চন্দ্রগ্রহণের নীল রাতে কথা বলবে অনর্গলে?
শুভ্র মেঘে নির্মল চাঁদ ঢাকা পড়ে যায় ক্ষণে,
সহসা রোদে, হিমেল রাতে, স্মৃতির আস্তরণে।
ব্যর্থ সুরে বিপন্ন আজ আমি,
বিবর্ণতা গিলছে আজও আমায়,
আকাশ জুড়ে দীর্ঘশ্বাসের ধোঁয়া,
তোমায় আমার হলো না যে ছোঁয়া।