তারাভরা আকাশের বিষণ্ণ রাত,
ফাগুন বসন্তের বিপন্ন চাঁদ,
নির্জনে স্মৃতিগুলো তোমার আশায়,
এই একাকী বিশ্রী রাতে অশ্রু ঝরায়।
পুরনো শীতের ফুল এখনো জানে,
বাসন্তী চাঁদ চেয়ে তোমার পানে।
আমাদের না-বলা কথার আবেগ,
নিহত ফাল্গুনের প্রকান্ড মেঘ,
উল্কাপিণ্ড বেয়ে বিষণ্ণ রাত,
বাকি রয়ে গেছে দুজনের হাতে হাত।
অস্ফুট বেমানান বসন্ত স্নান,
কাঠগোলাপ আর বেলীর বাগান,
ফাগুনের নীলাকাশে ফোটে সাদা ফুল,
আমি তোমার না-থাকায় বিরহব্যাকুল।
আলোকনগরীর এই গোলকধাঁধাঁয়,
স্তব্ধ রাতের সব পাতা ঝরে যায়,
তুমিহীন মৃতরাত এই ব্যস্ততায়,
যেতে চায় সাথে নিয়ে তোমায় আমায়।
কলতানে কলতানে সাজানো বিকেল,
বেদনার কালো মেঘ উড়ে চলে যায়।
মায়াবী নীলের দেশে চলো চলে যাই,
তুমি ফিরবে বলে আমি স্বপ্নচূড়ায়।