শব্দমালা লজ্জা পেয়ে মুখ লুকিয়ে পালিয়ে গেছে,
রক্তচোখের কল্পনারা মনের মাঝে রাগ পুষেছে,
আয়নাফ্রেমের বায়নাগুলো অবলীলায় চোখ বুজেছে,
বিষ খেয়েছে, বিষ খেয়েছে, যন্ত্রণারা বিষ খেয়েছে।
গভীর ঘুমে আমার দু'চোখ তোমায় নিয়ে স্বপ্ন দেখে,
সেই স্বপ্নটা আজ হঠাৎ করে ব্ল্যাক-আউটে হারিয়ে গেছে,
হারিয়ে গেছে বিদগ্ধ দিন, ফুরিয়ে গেছে সুদ কষা ঋণ,
শুকিয়ে পড়া কাঠগোলাপের পাপড়ি গুলো হচ্ছে মলিন।
সিক্ত পথের তিক্ততা আজ অবলীলায় প্রেম খুঁজেছে,
বিষ খেয়েছে, বিষ খেয়েছে, যন্ত্রণারা বিষ খেয়েছে।
মুখচোরা সব প্রশান্তিরা ভ্রমের মায়ায় হারিয়ে গিয়ে,
আত্মঘাতী যন্ত্রণারা পুড়ছে সবাই সুখ বিলিয়ে,
সেই সুখেরই অট্টালিকা উঠছে ক্রমে ক্রোধ এড়িয়ে,
বিনিদ্র রাত স্লিপিং পিলের রক্ত চোষে দু'চোখ দিয়ে।
আজ বিষাদের রাজপ্রাসাদে জোড়া শালিক শিস দিয়েছে,
বিষ খেয়েছে, বিষ খেয়েছে, যন্ত্রণারা বিষ খেয়েছে।