শুনেছিলাম নিঃশব্দ রাতে,  
কার যেন মৃদু কণ্ঠস্বর,  
অস্পষ্ট, তবু দৃঢ়,  
বলে উঠলো, "আমি সেই ভোর,  
যাকে তুমি চেন না এখনো।"

একা বিছানায় শুয়ে থাকা,  
মনে হয়, কেমন এক খালি ঘর,  
আকাশের নিচে একা দাঁড়িয়ে,  
দেখি তারা ঝরে যায় মুখের উপর।  

কেমন যেন এক অন্ধকার,  
আদর্শ নামের ভারী চাদর,  
প্রতিদিন জড়িয়ে বের হই পথে,  
ভেতরে জমে ওঠে ভোরের অপেক্ষা।  

জীবনের এই নিরলস দৌড়ে,  
সামনে শুধু লক্ষ্য ছুঁতে হবে,  
তবুও বারবার ফিরে আসে সেই কণ্ঠস্বর,  
"কালো রাতের পরে ভোর,  
তবু তুমি তাকে চেন না,  
হয়তো কখনো চেনা হবে না।"

মসৃণ জীবন খুঁজতে খুঁজতে,  
বেঁচে থাকাই যেন এক বাধ্যতা,  
নিজের জন্য, আর কারো জন্য নয়,  
তবুও জীবনের বাণিজ্যটা চলছে।  

ভোর আসে প্রতিদিন,  
তোমার মতো চকচকে, মসৃণ,  
তবু একদিন,  
হয়তো সেই সত্য ভোরটা,  
আমার সামনে এসে দাঁড়াবে,  
মুখোমুখি,  
নির্ভীক,  
যার অপেক্ষা করেছি এতদিন ধরে।

আসুক সে,  
আসুক আসুক,  
ভোরের সত্য মুখোমুখি আসুক।  
আবারো নতুন ভোরের পথে।