কুয়াশার আকাশে ভোরের আলো,
শিশিরে ভেজা এক চিলতে কালো।
তোমার হাতটি ধরতে চেয়ে,
রজনীগন্ধা আনলাম বয়ে।

নরম কুয়াশায় চুপটি দাঁড়াই,
তোমার চোখে খুঁজি সোনালি রাঙাই।
বলতে গিয়েও থমকে থাকি,
ভালোবাসি বললে, কী বলো বাকী?

চোখে কি তবে আসবে জল?
নাকি হাসিমুখে দেবে কোলাহল?
হাতটি ধরে পথ চলিবে?
নিঃশব্দে মোর প্রেম বুঝিবে?

আনমনে হাঁটি দু’জন পাশাপাশি,
তোমার কথায় সুর বাজে বাতাসে।
ঝরাপাতারা গান গেয়ে যায়,
ভালোবাসি—তুমি কি শোনো আয়?

তোমার ঠোঁটেও কি ফুটবে কথা?
শিউলি ঝরার মতো মিষ্টি ব্যথা!