শুনেছি তোমার শহরে আজকাল
হালকা মেঘে আকাশ ভেসে থাকে।
তুমি কি আজও সন্ধ্যার অন্ধকারে
নীরব কুয়াশায় কিছু মনে কর?
হাতে গোনা কিছু রাতের রেশ,
বাতাসে যেন অস্থির হয়ে থাকে।
নাকি আমার মতো, হেসে হেসে
ছোট্ট কিছু কথা তুলে ধরছো?
কী ভাবছো! হয়তো এখন,
তোমার শহরের রাস্তার নির্জনতায়
আমার স্মৃতির পথ ধরে হাঁটতে হাঁটতে
কিছু অল্প কিছু ছায়া খুঁজছো!
হা হা হা, অবাক হচ্ছো নাকি,
কোথা থেকে এল এত অনুভব?
জীবনের কত না অজানা রহস্য
মন যখন মনের দিক ছুঁয়ে যায়,
তখন শব্দেরও প্রয়োজন হয় না,
শুধু অনুভবেই সব কিছু স্পষ্ট হয়ে যায়।
আমি আমার শহরে বসে
চুপিসারে তোমায় আঁকি,
খুব সাদামাটা কিছু একতা,
যে ভাবনায় তোমারই ছায়া থাকে।
তুমি বরং বৃষ্টির আদলে,
শীতের হাওয়ার মাঝে,
আমায় খুঁজো।
একটি মোমবাতির আলোয়,
দূরে কোথাও,
আমার প্রতিটি স্নিগ্ধ মনে থাকার মতো
একটা তোমার নাম যেন কাঁপে!
আচ্ছা, শোনো,
তুমি যদি কভু বৃষ্টির গভীরে
ডুবে যাও, একটু হেসে আমায় ভাবো,
তাহলে জানো, আমি সেই সময়ে
তোমারই অপেক্ষায় সাদা কাগজে
তোমার কাছে ফিরে আসব।
মাঝে মাঝে, একটু চুপচাপ,
তোমার শহরের ঝরা পাতায়
আমার ভাবনার শেষ বিন্দুটা
লিখে আসব।