তোমার আলমারির কোণে পরে থাকা,
মলিন এক চাদরের মতো করে।
তোমার ছোঁয়ার অপেক্ষায়,
নিজেকে সাজাই স্নিগ্ধ ভোরে।

তোমার ওয়ারড্রবের কোণে পরে থাকা,
মলিন এক চাদরের মতোই সয়ে,
আমি থাকব নিরবে, অপেক্ষায়,
বছরে একবার তোমার ছোঁয়া পেয়ে।

বছরে একবার হলেও যদি,
তোমার মনে জাগে আমার চিহ্ন।
সেই স্মৃতিতেই আমি বাঁচব,
হব তোমার গল্পের নির্ভুল বিন্যাস।

শীত এলে আমায় মনে রেখো,
স্মৃতির পাঁপড়িতে ছুঁয়ে নিও প্রাণ।
গায়ে জড়িয়ে নিও আমার উষ্ণতা,
হোক তা একটুকরো জোছনার মান।

তোমার শ্বাসের ভাঁজে, গানের তালে,
আমি থাকব নিভৃতে বোনা।
তোমার প্রতিটা নীরব হাসিতে,
আমার গল্প হবে বলা।

তাই রেখো আমায়,ধুলো যতই পরুক তাতে,
তোমার ছোঁয়াতেই পাবো রঙিন আশ্রয়।
জীবনের মায়াজালে থাকব জড়িয়ে,
তোমার চাদর হয়ে, প্রতি শীতের প্রভায়।

তাই রেখো আমায় জীবনের কোণে,
চাই না বেশি, শুধু এইটুকু স্থান।
তোমার শীতের চাদর হয়ে,
থাকব চিরকাল হৃদয়ের বান।