যদি আর ফেরা না হয় তোমার মায়াবী মায়ার টানে,
যদি হারিয়ে যাই কভু অন্য কোন অরণ্যে!
ক্ষমা করে দিও প্রিয় !
যদি ফিরে আসা না হয়, সেই চেনা পথে, যদি হারিয়ে যাই কোনো অচেনা সময়ের টানে, ক্ষমা করো প্রিয়!
সন্ধ্যার শেষ আলোয়
পাখিরা ফিরে যায় নীড়ে,
আমি কি পারবো ফিরে যেতে?
নাকি ডুবে থাকবো স্মৃতির সাগরে?
স্বপ্নেরা যাত্রা শুরু করেছিল
একদিন, এক চেনা আলোর পথে,
কিন্তু সময়ের ধুলোয় ঢাকা পড়ে
সেই স্বপ্ন আজও দিগভ্রান্ত!
আমি কি একদিন থেমে যাবো?
নাকি ছুটে চলবো অনন্তের পথে?
নিশ্চুপ শহরের ইট-পাথরে
রেখে যাবো কি কোনো স্মৃতির দাগ?
ফিরে তাকাবো না আর
তোমার সেই গভীর চোখের দিকে,
যেখানে একদিন হারিয়ে গিয়েছিলাম,
যেখানে স্বপ্নরা বুনেছিল
একটি না বলা গল্প!
সময় তো থেমে থাকে না,
আমাকেও যেতে হবে,
স্মৃতিদের ছেড়ে, বাস্তবতার
নির্মম পথ ধরে—
অচেনা এক ভবিষ্যতের দিকে!