প্রেমকে
নিজের করে
পাওয়া হয়নি কখনো।
ভালোবাসার স্বাদ
অধরা রয়ে গেল
সারা জীবন।
দায়িত্ব আর
সংসারের বোঝায়
চুরমার হয়েছে
আমার শখ, স্বপ্ন।
মনের ঘরে সুখের আলো
জ্বলল না কোনোদিন।

যৌবনকে ভরিয়ে তোলা হয়নি
গান বা কবিতার সুরে।
প্রেমিকার চোখে চোখ রেখে
কথা বলার সাধ
রয়ে গেছে অধরা।
জীবনের গাঁটছড়ায়
জড়াতে জড়াতে
আজ এই শরীর
ক্ষয়ে গেছে সময়ের চাপে।

বার্ধক্য এসে
দাঁড়িয়েছে এখন সামনে,
বলে, "তুমি কি করলে?"
উত্তর দিতে গিয়ে দেখি
ফেলে আসা দিনগুলো
হারিয়ে গেছে ধোঁয়াশায়।
শুন্য এই হৃদয়,
খালি এই দুই হাত।
যারা আমায়
কাজের ঘূর্ণিপাকে
ভাসিয়ে নিয়ে গেছে।

আজ আমার নিজের বলতে
কিছুই নেই,
শুধু এক শূন্যতার গল্প।
সময়ের পাতা উল্টালে দেখি
শুধু ফাঁকা জায়গা,
যেখানে জীবন
এক অসমাপ্ত গান।