হারিয়ে যাবো এই শহরে
নিখোঁজ হবো সকাল সাঁজে,
লুকিয়ে রবো তোমার মাঝে
বুঝবে সেদিন বুঝবে!
প্রেমিক পেতে বিভোর রবে
কল্পনাতে গল্প কবে,
খুঁজবে সেদিন খুঁজবে!
চোখের জলে স্মৃতি বুনে
তোমার খোঁজে পথের ধূণে,
ডাকবে সেদিন ডাকবে!
ছায়া হয়ে পাশে হাঁটবো
তোমার সুখে শুধু মাতবো,
ভাববে সেদিন ভাববে!
ভালোবেসে আঁকবো ছবি
মনের কথা রাখবো কবি,
পড়বে সেদিন পড়বে!
অভিমানে পথ হারাবো
তোমার স্বপ্নেই ঘর বাঁধবো,
রাখবে সেদিন রাখবে!
সময় থেমে দেবে ডাক
ভালোবাসায় মিলবে ছক,
জানবে সেদিন জানবে!
শহরের মাঝে গল্প বুনে
মনের সাথে মনটা জুড়ে,
চাইবে সেদিন চাইবে!