বৃষ্টিস্নাত সন্ধ্যায় ঝাপসা জানালার কাচে,
তোমার ছায়া দেখি, বিদ্যুৎ চমকে যায় মনে,
শব্দহীন চুপচাপ পায়ে এলে—
ভেজা শরীর, উড়ন্ত চুলে,
তুমি কি আমার প্রেমেরই মায়াবতী?

আমি তোমার হবো বলেই
ফেলে এসেছি সুবাসিনী রমণীর ডাক,
ভুলেছি সমস্ত ধর্ম-কর্ম,
ভেঙেছি দেয়াল, ছুঁড়ে ফেলেছি নিয়ম,
শুধুই তোমার জন্য, প্রিয়তমা!

বারবার সব ছেড়ে ছুটেছি তোমার পিছু,
তোমার সেই কাঁপা-কাঁপা হাত,
কাজল ডোবা চোখ, সুদীর্ঘ কেশ,
ঈগলবাকা নাকে রূপালী নথ—
আমি পুড়ি, আমি কাঁপি,
শুধু তোমার এক ছোঁয়ার আশায়!

তোমার হলুদ শাড়ির মায়ায় জড়িয়ে,
আমার হৃদয় পোড়ে নিরন্তর,
একটু ছায়া দিও,
একটু ভালোবাসো আমায়!

আমি নিজেকে বিছিয়ে রেখেছি,
প্রিয়তমা, ঐ নূপুর পরা পায়ে এসো,
বসন্তের কোনো এক বৃষ্টিস্নাত বিকেলে,
তোমার তৃষ্ণায় আমায় ছুঁয়ে দিও!

আমি মহাকাল অপেক্ষায় আছি,
শুধু তোমার এক ফোঁটা ভালোবাসার আশায়,
প্রিয়তমা, আমায় একটু ভালোবেসো!

আমি মহাকাল অপেক্ষায়
প্রিয়তমা,আমায় একটু ভালোবেসো !