তোমার জন্য যতটা স্বপ্ন বুনেছি,
ততটা স্বপ্ন দিয়ে সাজিয়ে ফেলতে পারতাম একটি পুরো গ্যালাক্সি,
যেখানে প্রতিটি নক্ষত্রে জ্বলত শুধু তোমার নাম।
তোমার জন্য যতটা নিঃশ্বাস আটকে রেখেছি,
ততটা শ্বাসে ভরে তুলতে পারতাম প্রশান্ত মহাসাগর,
যেখানে ঢেউয়ের প্রতিটি শব্দে বাজত আমার অপেক্ষার সুর।
যতটা দীর্ঘ পথ চেয়ে থেকেছি,
ততটা দূরত্ব মেপে ফেলতে পারতাম চাঁদের কক্ষপথ,
যেখানে আলো নয়, ছায়ায় লেখা থাকত আমার ভালোবাসা।
যতটা হারিয়েছি নিজেকে তোমার না-পাওয়ার ভেতরে,
ততটা হারালে পৃথিবীর মানচিত্র থেকেও মুছে যেত আস্ত একটি মহাদেশ।