আমি খুঁজেছি এক বুক শান্তি  
তোর উদাসীনতায়,  
আমি খুঁজেছি আলোকরশ্মি  
তোর চোখের গভীরতায়।  

আমি হারিয়েছি একান্তে নিজেকে  
তোর শীতল একটুখানি স্পর্শে,  
আমি হারিয়েছি মনের ঠিকানা  
তোর নিরব নীরবতায়।  

তোর চুলের খেলায় মগ্ন  
আমি গড়েছি একখানা স্বপ্ন,  
তোর হাসির ঝর্ণায় বয়ে যায়  
আমার প্রতিটি সুখের মুহূর্ত।  

আমি পেতে চাই স্নেহের উষ্ণতা  
তোর নীরব অভিমানে,  
আমি গড়েছি একখানি সংসার  
তোর চোখের অশ্রুর বন্যায়।  

তুই আমার প্রতিটি ক্ষণের সাথী
আমি তোর ভালোবাসায় মোড়া,
তোর ভালোবাসা ছাড়া পৃথিবী অন্ধকার
তুই-ই আমার একমাত্র সান্ত্বনা।

তুই আমার সব কিছুর ছায়া
আমি তোর একান্ত মায়া,
তোর অভিমান ভাঙার অপেক্ষায়
আমি শুধু বসে থাকি।