ইচ্ছে ছিলো তোমাকে আকাশের নীল ছায়ায় মিশিয়ে
স্বপ্নের শঙ্খ বাজাবো,
ইচ্ছে ছিলো তোমার হাসির রোশনাই দিয়ে
জগতের সব অন্ধকার আলোকিত করবো।

ইচ্ছে ছিলো তোমার আঁচল দিয়ে
আমার অস্তিত্ব ঢেকে রাখবো,
তোমার চুলের ঘ্রাণে রাতকে জড়িয়ে
ভোরের অপেক্ষায় জেগে থাকবো।

ইচ্ছে ছিলো তোমার কোমল হাত ধরে
সব ঝড় পেরিয়ে যাবো,
তোমার চোখের গভীরে ডুব দিয়ে
ভালোবাসার নতুন ভাষা শিখে আসবো।

ইচ্ছে ছিলো তোমাকে সুরের মালা গেঁথে
জীবনের সংগীত করবো,
তোমার ঠোঁটের মৃদু হাসি দিয়ে
আমার সমস্ত কবিতা পূর্ণ করবো।

ইচ্ছে ছিলো রাজা হবো
তোমাকে রানি করে রাজত্ব সাজাবো।
আজ দেখি রাজত্ব আছে,
রাজা আছে,
ইচ্ছে আছে,
শুধু তুমি অন্য কারো গল্পে বাঁধা।