মেঘের সঙ্গে বাজের ভারী অদ্ভুত ভাব,
জমা জলের সঙ্গে যেমন শ্যাওলা- পানার
শিশিরের সাথে সবুজ ঘাসের
আর ধুলোর সাথে যত বইয়ের।
দুই হাত একদিন এগিয়ে এসেছিল করমর্দনে,
আকাশ চিরে বাজ পড়েছিল সেদিন।
কিছুদিন গেলে হাতের তালুতে শ্যাওলা
পিছলে গেছিলো যেমন তেমন অনেক তুচ্ছ হাত,
তারপর একদিন ধুলোও জমল হস্তরেখার গহ্বরে
বিস্তর হাত ধুলেও যায়নি মুছে ফেলা।