পৃথিবী হাত বাড়িয়েছে আজ,
প্রাণপণ ডাকছে
সায় দিয়েছে আলিঙ্গনে।
যেমন সৃষ্টির প্রথম প্রভাতে
ব্রহ্মযোনি ছিঁড়ে বেড়িয়ে এসেছিল-
খুঁজছিল আঁকড়ে ধরার সম্বল।
কেউ হাত বাড়িয়েছিল তখন
সেই শুরু বিশ্বাসঘাতকতার।
আজ আকাশের অরণ্যে পথ হারিয়েছে সে,
ডাকছে প্রাণপণ,
নিজেকে বিকিয়ে দিতে রাজি আজ।
কে দেবে সাড়া তার ডাকে? ধরবে ছাতা?
সবার প্রথমে ছুটে এসে বলবে-"আমিই ত্রাতা"
বিজ্ঞান না শিল্প?