আজও ঠায় দাঁড়িয়ে,
পাশ দিয়ে চলে যায় লজ্জা, ভুল, কষ্টগুলো
শহরের ব্যস্ত বাইপাসে,
যেমন ছূটে চলে যায় জনমানুষ, গাড়ি আর অনেকগুলো সময়।
মিথ্যে বলব না,
এভাবেই একদিন তোমাকেও দেখেছি
চলে যেতে; রোদ চশমা পড়ে, হলুদ স্কার্ফ উড়িয়ে।
যেমন আমি সময়, তেমন তুমিও সময়।
আজও দাঁড়িয়ে আছি বটবৃক্ষের মত বিবর্তনহীন,
ঠিক তক্ষুনি আচমকা আজব শব্দে
তোমার SMS- "আর একটু দাঁড়াবে আমার জন্য?"