বুকে অনেক গোলাপ ছিল শুধু মুকুল হয়ে
বাইরে এনে ফুটিয়েছি ওদের।
মাঠের বাইরে, বনের ঝোঁপে- অবহেলিত, পতিত
তুলেছি ওদের ফুলদানিতে রাখব বলে।

বুকে অনেক জাহাজ ছিল মালবোঝাই
অনেক প্রবাসী বোঝাই করে ভাসিয়েছি আমার গঙ্গায়।
সে কখন জাহাজ থেকে কাগজের নৌকো হয়-
টের পাইনি ভরাডুবি হবে বলে।

বুকে অনেক তৈরী করার ইমারত ছিল
মাঝপথে থমকে গেছে কাজ।
ওদের তুলে এনে বসিয়েছি খেলার ওই মাঠটাতে-
সে লোকদেখানো তাসের ঘর হবে বলে।