স্বপ্ন তো স্বপ্নই তাইনা?
  তবে আজকাল শুনছি-
স্বপ্ন নাকি কেনা যায় অর্থের বিনিময়ে?
সত্যি নাকি?
ধুস্, তাহলে তা আর স্বপ্ন রইল কই?

অজস্র সিঁড়ির ধাপ টপকে
পাহাড়প্রমাণ দূরত্ব পেরিয়ে এলাম,
  স্বপ্ন তোমায় ছোঁব বলে
স্বপ্ন তোমার হাত ধরে হাঁটব বলে।

তোমার হাত ধরলাম-
পণ করলাম এ হাত আর ছাঁড়ব না,
কিছুদূর হাঁটার পর বোধ হলো
  ভালোবাসলাম কাকে?
ভালোবাসলাম তো ঐ
   চড়াই উতরাই এর গল্পগুলোকে
                       তাই নয় কী?