কোনো এক ঝোড়ো নদীর বাঁকে
সত্যি মিথ্যে হারিয়ে গিয়ে ডাকে,
কোনো এক দালানকোঠার তীরে
আমি হারাই আমার বুক চিঁড়ে
তাইতো আমি বসন্ত রঙ মেখে
কবিতা বানাই পুতুল গড়া রেখে।
কোনো এক পুকুর ঘাটের জলে
হাওয়া আর ঢেউ একলা কথা বলে,
কোনো এক সন্ধেবেলার চোখে,
বৃষ্টি নামে হঠাৎ অপলকে
তাইতো আমি বসন্ত রঙ মেখে
কবিতা বানাই পুতুল গড়া রেখে।
কোনো একদিন তুমি আমি সবাই
পেয়ে যাব সব আজকে যা কিছু চাই
কোনো এক শহুরে রাতের বেলা,
মনে হয় যেন স্মৃতি হারানোর খেলা-
তাইতো আমি বসন্ত রঙ মেখে
কবিতা বানাই পুতুল গড়া রেখে।
কোনো একদিন অমাবস্যার রাতে,
আমার সব শব্দ তোমার হাতে,
কোনো একদিন তোমার দশমীতে-
ফিরে যাবে তুমি তোমার পৃথিবীতে,
তাইতো আমি মেঘের রঙ মেখে
গল্প সাজাই পুতুল গড়া রেখে।